Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২১-২০২২ অর্থবছরে সৈয়দপুর উপজেলার ভাতাপ্রাপ্তির যোগ্য ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
বিস্তারিত
২০২১-২০২২ অর্থবছরে বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা (প্রতিবন্ধী ভাতা নয়) প্রাপ্তির জন্য সৈয়দপুর উপজেলার ভাতাপ্রাপ্তির যোগ্য ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। #নীতিমালা_অনুযায়ী_ভাতা_প্রাপ্তির_যোগ্য আবেদনকারীগণ (বয়ষ্কভাতাঃ পুরুষ ৬৫+ বছর, মহিলা ৬২+ বছর, বিধবাভাতাঃ ১৮+ বিধবা মহিলা তবে সর্বোচ্চ বয়ষ্ক মহিলা অগ্রাধিকার পাবে) এনআইডি ও নিজস্ব সঠিক মোবাইল(যে নম্বরে অন্য কোন ভাতা পায় না) নম্বরের মাধ্যমে #অনলাইনে_নিজে অথবা #ইউনিয়ন__তথ্য_সেবা_কেন্দ্র অথবা #জাতীয়_তথ্য_সেবা_নম্বরে_৩৩৩ (টোল ফ্রি) ফোন করে অথবা অন্য যেকোন অবস্থান হতে আবেদন করতে পারবেন। #আগামী_৩১_আগষ্ট_২০২১ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত তারিখের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদন লিংক (http://mis.bhata.gov.bd/onlineApplication)
অনলাইন আবেদন ব্যতীত সরাসরি কোন আবেদন গ্রহন করা হবে না।
উল্লেখ্য, #ভাতা_পেতে_কোন_টাকা_লাগে_না। প্রতারক ও দালাল চক্র হতে সচেতন হবেন।
উপজেলা সমাজসেবা কার্যালয়,সৈয়দপুুর, নীলফামারী।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
09/08/2021
আর্কাইভ তারিখ
31/08/2021